| |
               

মূল পাতা সারাদেশ মহানগর সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় : ডিএনসিসি মেয়র


সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় : ডিএনসিসি মেয়র


রহমত নিউজ ডেস্ক     14 June, 2023     04:04 PM    


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। এডিস মশা সবার জন্যই হুমকি। এ বিষয়ে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যদিও সিটি করপোরেশন থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি। কার্যকরী লার্ভিসাইডিং করছি, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি। কিন্তু সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য কোথাও পানি জমতে দেয়া যাবে না।

বুধবার (১৪ জুন) রাজধানীর আফতাবনগর-মেরুল বাড্ডা প্রধান সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুখ্য উপদেষ্টা, বোর্ড অব ডিরেক্টরস প্রফেসর মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম এম শহিদুল হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি, ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো জাহাঙ্গীর আলম প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা